স্থল পথে
সড়ক পথে ঢাকা হতে সুনামগঞ্জ সদরের দূরত্ব ২৯৬ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয়।
সড়কপথ
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘণ্টা। ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন, শ্যামলী, এনা, নূর, একতা, সাউদিয়া, নিউ লাইন, মিতালি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ঘণ্টায়। এছাড়াও বিআরটিসি (কুমিল্লা হতে), নাসিরাবাদ (ময়মনসিংহ হতে) পরিবহন কোম্পানীর বাসে আসা যায়।
রেলপথ
সুনামগঞ্জ সদর উপজেলায় আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; রেলপথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে।
তবে, ঢাকার কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি সিলেট এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জ সদরে আসা যায়।
ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ
আকাশ পথে
সুনামগঞ্জ আসার জন্য সরাসরি বিমান যোগাযোগ নেই; ঢাকা থেকে সিলেটে সরাসরি বিমানে এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জে আসতে হয়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।
জল পথে
হাওড় বেষ্টিত উপজেলা হওয়া সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এর নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে সরাসরি নৌ পথে আসা যায়।
অপরদিকে, হাওড় এলাকায় যোগাযোগের একমাত্র বাহন নৌযান। হাওর বেষ্টিত অঞ্চল বিধায় সুনামগঞ্জ সদরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নৌ পথ কেন্দ্রিক। সদর ছাড়া অপর ১০টি উপজেলার মধ্যে মাত্র ৫টি উপজেলা (ছাতক, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জামালগঞ্জ) থেকে সদরে সড়ক পথে যোগাযোগ রয়েছে। অবশিষ্ট ৪টি উপজেলার (বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও দোয়ারাবাজার) সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই; নৌ পথে চলাচল করতে হয়। আবার, সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে অধিকাংশ রাস্তাই কাঁচা বা অন্যান্য কারণে বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ায় নৌ পথই একমাত্র অভ্যন্তরীন যোগাযোগের মাধ্যম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস