Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সুনামগঞ্জ সদর বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলাটির উত্তরে ভারত, পূর্বে দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা, দক্ষিণে - দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও দিরাই উপজেলা এবং পশ্চিমে জামালগঞ্জ উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা।

সুনামগঞ্জ সদর উপজেলা (সুনামগঞ্জ জেলা) আয়তন: ২৬৮.৬১ বর্গ কিমি।

জনসংখ্যা ২১৯৩৩৮; পুরুষ ১১৩০১৬, মহিলা ১০৬৩২২। মুসলিম ১৯৫৬২১, হিন্দু ২২৭৩৬, বৌদ্ধ ৭৮৮, খ্রিস্টান ২৫ এবং অন্যান্য ১৬৮। এ উপজেলায় হাজং, মনিপুরী, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ গুদিগাঁও (মঙ্গলকাটা) প্রাচীন মসজিদের অংশ বিশেষ, পাগলা জামে মসজিদ, মোহাম্মদপুর সৈয়দ উমেদ হারুন বোগদাদীর মাযার, হাছন রাজার সমাধি ও বাড়ি, জুবিলী স্কুলের পুরাতন ভবন।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে পাকবাহিনী সুনামগঞ্জ শহর, কৃষ্ণনগর, আহসানমারা ফেরিঘাট এবং উপজেলার বিভিন্ন গ্রামে গণহত্যা ও নারী নির্যাতনসহ অগ্নিসংযোগ চালায়। সুনামগঞ্জ সার্কিট হাউজ ও আহসানমারা ফেরী ঘাট এলাকায় পাকবাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধ চলাকালে পাকবাহিনীর আক্রমণে ৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মঙ্গলকাটার কৃষ্ণনগরে ৪৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ডলুরায় তাদের সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ১; স্মৃতিস্তম্ভ ৩।

জলাশয় প্রধান নদী: সুরমা। কান্দার হাওড়, বাহানা বিল, রাউয়া বিল, সফেলা বিল, সুরইয়া বিল উল্লেখযোগ্য।

প্রশাসন সুনামগঞ্জ সদর থানা গঠিত হয় ১৮৭৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। পৌরসভা গঠিত হয় ১৯৬০ সালে।

সুনামগঞ্জ সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুনামগঞ্জ সদর থানার আওতাধীন।

পৌরসভা:

ইউনিয়নসমূহ:


ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্যঃ

  • গৌরারং জমিদার বাড়ি
  • হাসনরাজা মিউজিয়াম
  • হাসনরাজার তোরন
  • হাসনরাজার সমাধি
  • সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর
  • ডলুরা শহীদ সমাধি
  • রিভার ভিউ
  • সুরমা ভ্যালি পার্ক
  • সুনামগঞ্জ পুরাতন পৌরসভা শাপলা চত্বর
  • সুরমা নদীর আবদুজ জহুর সেতু
  • হাসাউড়া আনারস বাগ